পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র
বিনামূল্যে যে সকল সেবা দেওয়া হয়ঃ
১। গর্ভবতী মায়ের সেবা
২। গর্ভোত্তর সেবা
৩। প্রসবোত্তর সেবা
৪। বন্ধ্যা দম্পত্তির পরামর্শ
৫। সাধারণ রোগীর সেবা
৬। এমআর সেবা (গর্ভের ৬ সপ্তাহ থেকে ৮ সপ্তাহ)
৭। নব জাতকের সেবা
৮। ০-১ বৎসরের শিশুর সেবা
৯। ১-৫ বৎসরের শিশুর সেবা
১০। বয়ঃসন্ধিকালীন সেবা
১১। স্বাস্থ্য শিক্ষামূলক সেবা
১২। প্রজনন স্বাস্থ্য সেবা
১৩। পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাঃ-
ক) খাবার বড়ি
খ) কনডম (প্রতি ৬জন ১.২০ টাকা)
গ) ইনজেকশন (প্রতি ৩ মাস পর পর)
ঘ) আই, ইউ, ডি (১০ বৎসর মেয়াদী)
গ্রহীতাকে যাতায়াত খরচ ১৫০.০০
ফলোআপ
১ মাস পর ৮০.০০
৬ মাস পর ৮০.০০
১ বৎসর পর ৮০.০০
ঙ) ইমপ্লান্ট ও স্থায়ী পদ্ধতির জন্য পরামর্শ দেওয়া হয়। এবং এই পদ্ধতি সমূহ উপজেলা সদর ক্লিনিকে সম্পাদিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস