ভূমি উন্নয়ন কর/ খাজনা:
সাধারণত যার নামে জমির রেকর্ড সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভূমি উন্নয়নকর দিতে হয়। যে এলাকায় জমির অবস্থান সেই এলাকার ইউনিয়ন ভূমি অফিসে (তহসিল অফিস) ভূমি উন্নয়ন কর দিতে হয়।
কৃষি জমির ভূমি উন্নয়ন কর:
০.০১ থেকে ৮.২৫ একর পর্যন্ত | ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মওকুফ তবে মালিকানা স্বত্ত্বপ্রমাণের জন্য খতিয়ান প্রতি ২.০০ টাকা দিয়ে দাখিলা নিতে হবে এবং অন্যান্য জমিরক্ষেত্রে খাজনা প্রযোজ্য। |
৮.২৫ একরের উর্ধ্বে হইতে ১০ একর পর্যন্ত | প্রতি শতাংশ ০.৫০ টাকা হারে |
১০ একরের উর্ধ্বে | প্রতি শতাংশ ১.০০ টাকা হারে |
অকৃষি জমির ভূমি উন্নয়নকর:
এলাকা | শিল্প/বাণিজ্যিক ব্যবহৃত জমি (প্রতি শতাংশ) | আবাসিক বা অন্য কাজে ব্যবহৃত জমি (প্রতি শতাংশ) |
(ক) সিলেট জেলা সদরের পৌর এলাকা | ২২.০০ (বাইশ)টাকা | ৭.০০ (সাত) টাকা |
(খ)জেলা সদর ব্যতীত অন্য পৌর এলাকা | ১৫.০০(পনের) টাকা | ৫.০০(পাঁচ) টাকা |
(গ) পৌর এলাকা ঘোষিত হয় নাই এরুপ এলাকা | ১৫.০০ (পনের) টাকা | ৫.০০ (পাঁচ) টাকা |
কেন ভূমি উন্নয়ন কর সময়মত পরিশোধ করবেন?
ভূমি উন্নয়ন কর প্রতি বছর পরিশোধ করতেহয়। পর পর দুই বছর ভূমি উন্নয়নকর পরিশোধ না করলেজমির মালিকের বিরুদ্ধে (পি.ডি.আর এ্যাক্টের আওতায়)সার্টিফিকেট কেস হবে। এই কেসে হারলে অর্থাৎ ভূমি উন্নয়ন কর না দিতে পারলেজমির অধিকার হারাবেন। ভূমি উন্নয়ন কর বাকী পড়লে জমি নিলামে তোলা হয়।
তথ্য/ সেবা না পেলে কার কাছে অভিযোগ করবেন?
ইউনিয়ন ভূমি অফিসে এবং সহকারী কমিশনার ভূমি অফিসে তথ্য/সেবাপেতে হয়রানির শিকার হলে সহকারী কমিশনার (ভূমি) কে লিখিতভাবে জানাবেন/অভিযোগ করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস